ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

সড়কে ঝরল প্রাণ

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০২:০২ এএম

যশোরের শার্শায় মোটরসাইকেলের সঙ্গে আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে বাইকচালকের মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে জামতলা শার্শা সড়কের লাউতাড়া মোড়ে ঘটনা ঘটে। নিহত আপন হোসেন (২১) শার্শা উপজেলার বেনেখড়ি গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, আপন মোটরসাইকেলে করে শার্শার পোতাপাড়া নানা বাড়ি যাচ্ছিলেন। লাউতাড়া মোড়ে পৌঁছালে একটি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এ সময় আপন মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসাপাতালে পাঠায়। সেখান থেকে আপনকে ঢাকায় রেফার করা হলে ঢাকা পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।