চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চূড়ান্ত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। অধ্যক্ষ আমিরুজ্জামানের স্থলে আসন্ন সাংসদ নির্বাচনে তাকে মনোনয়ন দিয়েছে দল। চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার বলেন, অধ্যক্ষ আমিরুজ্জামান অসুস্থ। তিনি নিজেই বলেছেন, অন্য কেউ যেন প্রার্থী হন। তাই রেজাউল করিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। তিনি আরও কয়েকটি বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত। এ নিয়ে চট্টগ্রাম অঞ্চলে জামায়াতের পাঁচজন চিকিৎসক প্রার্থী হচ্ছেন।
ডা. রেজাউল করিম বলেন, দল যেভাবে সিদ্ধান্ত দেবে সেভাবে কাজ করে যাব। দলের আনুগত্য করা আমাদের সাংগঠনিক মূল ভিত্তি। দলের সিদ্ধান্ত চূড়ান্ত। এদিকে, দলীয় একটি সূত্র জানিয়েছে হাটহাজারী আসনেও প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বর্তমান প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজকে ঘিরে কিছু বিতর্কের কারণে সেখানে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম অথবা ভারপ্রাপ্ত আমির শোয়াইব চৌধুরীকে বিবেচনা করা হচ্ছে। অন্য একটি সূত্র জানায়, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনটি জোটের শরিক দলের জন্য ছেড়ে দেওয়ার বিষয়েও আলোচনা রাখছে দলটি।