গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে শোভা বেগম (৪০) নামের এক নারী মৃত্যু হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে (৩৫) আটক করেছে পুলিশ। নিহত শোভা বেগম গোপালগঞ্জ পৌর এলাকার ফকিরকান্দি গ্রামের বালাম শেখের স্ত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে পারিবারিক কলহের জের ধরে বালাম শেখ ও সৎ ছেলে ফখরুল শেখ শোভাকে মারধর করে। পরে স্থানীয় প্রতিবেশী ও নিহতের সৎ ছেলে ফখরুল শেখ তাকে সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় রেফার করে চিকিৎসক। পরে ঢাকায় যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় রাত ২টার দিকে তিনি মারা যান। পরে নিহতের খালাতো ভাই ইয়াসিন মৃতদেহ ও ছেলে ফখরুল লাশ কাশিয়ানী থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের সৎ ছেলে ফখরুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।