ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

পেট্রল বোমা উদ্ধার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০২:২৮ এএম

নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা থানার পুলিশ নাশকতা ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সময় ককটেল, পেট্রল বোমা এবং শেখ মুজিব, শেখ হাসিনা ও সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সংবলিত ব্যানারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে। বিষয়টি নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে নলডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়ের উত্তরে নলডাঙ্গা থেকে শ্যামনগর গামী পাকা রাস্তার ওপর নাশক ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমের পরিকল্পনা ছিল। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসম্পত্তি ও জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে গোপন বৈঠক করেছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে মুক্তার হোসেন নামের একজন গ্রেপ্তার হন।