গাজীপুরের কাপাসিয়া উপজেলা ক্যামিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে লাইসেন্সবিহীন ফার্মেসি, ফার্মাসিস্ট ছাড়া ওষুধ ব্যবসা, নকল ও ভেজাল ওষুধ বিক্রিবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে সচেতনতামূলক এ সভা অনুষ্ঠিত হয়। কাপাসিয়া বিসিডিএস সভাপতি ওয়াহিদুজ্জামান জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক। কাপাসিয়া সমিতির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলমের পরিচালনায় বক্তব্য দেন, ঔষধ প্রশাসনের গাজীপুর জেলার উপপরিচালক মো. আব্দুল বারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, জেলা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা বিসিডিএস সভাপতি মো. শামসুল হক কাপাসিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমুখ।