‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকা-বিষয়ক মহড়া প্রদর্শন করেন। তারা উপস্থিত সবাইকে অগ্নিদুর্ঘটনা ও অন্য দুর্যোগের সময় তাৎক্ষণিক করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেন। এ সময় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন বলেন, দুর্যোগ প্রশমন দিবসে যে মহড়াটা ছিল, এটা সম্পূর্ণটাই আমাদের সচেতনতা তৈরি করার জন্য। অগ্নিদুর্ঘটনার সূত্রপাত কিন্তু খুবই ছোট উৎস থেকে, এতই ছোট যে আমরা তা মাঝেমধ্যেই অবহেলা করে থাকি। তাই আমরা চেষ্টা করেছি, বিষয়টিকে হাতে-কলমে দেখানোর জন্য।’