ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০২:৩১ এএম

জামালপুরে বিচারিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসি বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জামালপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের আয়োজনে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের সভাপতিত্ব করেন জামালপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সভাকক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে এ সময় উপস্থিত ছিলেনÑ বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেটসহ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটবৃন্দ, ৩৫ বিজিবি জামালপুরের সিইও, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুরের সব সার্কেলের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারবৃন্দ, জেলার ফরেনসিক বিভাগের প্রধান, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক, সব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, প্রবেশন অফিসার, র‌্যাব-১৪ এর সিপিসি-১-এর কমান্ডারের প্রতিনিধি, দুর্নীতি দমন জেলা কার্যালয়ের প্রতিনিধি, জেলার সব থানার অফিসার ইনচার্জরা, সিআইডি ও গণপূর্ত বিভাগের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কনফারেন্সে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন দ্রুত ও স্বচ্ছতার সাথে বিচারকার্যক্রম পরিচালনা করার জন্য বিচারকার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, পুলিশ বিভাগ তদন্তকাজে সর্বোচ্চ দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবে এবং বিচার বিভাগের প্রতি সব দায়িত্ব পালন করে যাবে।

এ সময় সাম্প্রতিক সময়ে সংশোধিত ফৌজদারি কার্যবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন যথাযথভাবে মেনে বিচারক-পুলিশ-ডাক্তার এবং তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সব বিচারপ্রার্থীর সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করে সেই আহ্বান জানান বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন। তা ছাড়া উন্মুক্ত আলোচনায় উঠে আসা তদন্ত ও বিচারিক কার্যক্রমে বিদ্যমান সমস্যা নিরসনে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।