- চিকিৎসকের কক্ষের বাইরে রোগীদের লম্বা লাইন
- শিশু, নারী ও বৃদ্ধসহ সব বয়সি মানুষ আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বিভিন্ন এলাকায় ছোঁয়াচে চর্মরোগ স্ক্যাবিসের সংক্রমণ আবারও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। শিশু, নারী, বৃদ্ধ, সব বয়সি মানুষ আক্রান্ত হচ্ছেন। বর্তমানে প্রতিদিন গড়ে শতাধিক রোগী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এসে চিকিৎসা নিচ্ছেন।
সরেজমিন দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের কক্ষের বাইরে রোগীদের লম্বা লাইন। অনেকে দাঁড়িয়ে বা মেঝেতে বসে চিকিৎসার জন্য অপেক্ষা করছেন। চিকিৎসকেরা রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হিমেল খান বলেন, ‘স্ক্যাবিস একটি ছোঁয়াচে চর্মরোগ। এটি আক্রান্ত রোগীর সংস্পর্শে, ব্যবহৃত পোশাক, তোয়ালে, বালিশ বা বিছানা স্পর্শ করলে ছড়ায়। সঠিক চিকিৎসা এবং সচেতনতা ছাড়া পরিবারে সংক্রমণ দ্রুত বৃদ্ধি পায়। দীর্ঘদিন থাকলে কিডনিসহ অন্যান্য জটিলতা দেখা দিতে পারে।’
স্থানীয়রা জানিয়েছেন, ফার্মেসি থেকে ওষুধ ব্যবহার করেও সমস্যা সমাধান হচ্ছে না। তাই বাধ্য হয়ে হাসপাতালে আসছেন। হাসপাতাল থেকে রোগীদের ক্রিম, লোশনসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে।
ডাক্তার হিমেল খান আরও জানান, গত বছরের বন্যার পর প্রথমে সংক্রমণ নিয়ন্ত্রণে আসে। কিন্তু সম্প্রতি সচেতনতার অভাবে পুনরায় রোগীসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তিনি সবাইকে সময়মতো চিকিৎসা নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।