ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ, সীমানা প্রাচীর নির্মাণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি দৃষ্টিনন্দন প্রধান ফটক নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
গতকাল বুধবার সকালে কলেজের মূল ফটকের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ‘বর্তমান ফটক ছোট হওয়ায় আমাদের আত্মীয়স্বজন বা দর্শনার্থীরা সহজে কলেজ চিনতে পারে না। রিকশাচালকেরা কলেজের নাম চিনলেও ফটক চেনে না, ফলে আমাদের অসুবিধা হয়। এ ছাড়া চলাচলের সময় ইভটিজিংয়ের শিকার হতে হয়। কলেজের সামনে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট শিক্ষার্থীদের চলাচলে বাধা সৃষ্টি করছে, নিরাপত্তা ও সৌন্দর্য নষ্ট করছে।’ শিক্ষার্থীরা দাবি করেন, দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে একটি দৃষ্টিনন্দন ফটক ও সীমানা প্রাচীর নির্মাণ করা হোক।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন