স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) এই সভার আয়োজন করে। সভার শুরুতে সনাকের লক্ষ-উদ্দেশ্য ও আদর্শ এবং গাইবান্ধায় দুর্নীতিবিরোধী অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য দেন সনাকের সহসভাপতি আফরোজা লুনা। আলোচনায় অংশ নেন সনাকের সাবেক সভাপতি অধ্যাপক মাজহারুল মান্নান, অধ্যাপক জহুরুল কাইয়ুম, সনাকের সভাপতি আফরোজা লুপু, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ রানা, সনাকের সদস্য অঞ্জলী রানী দেবী, কামাল আহম্মেদ, সাকোয়াত হোসেন, শিরিন আকতার, উম্মে হাবিবা পলাশ, ইয়েস সদস্য জান্নাতুল ফেরদৌসি জেমি, মেহেদী হাসান, বাপ্পি মোহন্ত, উম্মে হাবিবা কনা, যুগল চন্দ্র কর্মকার, ফেরদৌসী বেগম প্রমুখ। সভায় প্রশ্নের উত্তর দেন টিআইবির কো-অর্ডিনেটর-সিই মো. আতিকুর রহমান। এ সময় সনাক সদস্য, ইয়েস সদস্য, এসিজি সদস্যসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন