প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠিতে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার শনিবার সকালে শহরের কলাবাগান এলাকায় সুগন্ধা নদীর পাড়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান জেলেদের উদ্দেশে বলেন, দেশের স্বার্থে আগামী সাত দিন কেউ মাছ ধরতে যাবেন না। এমন শখ ভালো নয়, যে শখে জেল খাটতে হয়। আপনার পরিবার ও সন্তান নিশ্চয়ই চান না আপনি জেলে যান। দেশের স্বার্থে ইলিশ রক্ষায় আমরা এবার বেশ সিরিয়াস। পৃথিবীর ৮০ শতাংশ ইলিশ উৎপাদন হয় আমাদের দেশে। এর সম্পদ আমাদের গর্ব, তাই আমাদের দায়িত্ব এর সংরক্ষণ ও উৎপাদন বাড়ানো। বাকি দিনগুলোতে কেউ মাছ ধরতে যাবেন না, মা ইলিশ মারবেন না।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন