নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তার, মেঘনা নদী থেকে বালু উত্তোলন, রাজনৈতিক কোন্দল এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়ত ঘটছিল হত্যা, চাঁদাবাজি আর রক্তক্ষয়ী সংঘর্ষ। সম্প্রতি দলীয় কোন্দল ও দ্বন্দ্বের জেরে বেশ কয়েকটি হত্যার ঘটনা ঘটে। এসব ঘটনায় আরো অন্তত ২৫-৩০ জন আহত হয়। এলাকার পরিস্থিতি এমন পর্যায়ে পৌছেছিলো যে প্রশাসনের পক্ষ থেকে সামাল দিতে পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এমন অবস্থায় আলোকবালীর মানুষের বাঁচার অধিকার নিশ্চিত এবং শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আলোকবালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক দীপক কুমার বর্মন প্রিন্সসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ সময় বক্তারা জনগণকে আশ্বাস দিয়ে বলেন, আজ থেকে আলোকবালীতে কোনো অস্ত্রবাজ, চাঁদাবাজ এবং বালু লুটেরার স্থান হবে না। তাদের অতিদ্রুত আইনের আওতায় আনা হবে। তারা যে দলেরই হোক না কেন, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। জেলা প্রশাসনের এ উদ্যোগটি অভিজ্ঞ মহল এবং এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা বলছেনÑ শুধু কথায় নয়, আমরা কাজের বাস্তবায়ন করে দেখাতে চাই।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন