সাতক্ষীরার তালা উপজেলায় সোমাইয়া আক্তার নামে এক গৃহবধূ ও তার শিশুসন্তানকে অপহরণের চেষ্টা করা হয়েছে। পারিবারিক বিরোধের জেরে গৃহবধূর স্বামী আসিব মিয়া ও তার সহযোগীরা এ অপহরণের চেষ্টা চালায়। এ ঘটনায় ভুক্তভোগী সোমাইয়া আক্তার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে আসিব মিয়াসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা করার পর থেকে আসিব মিয়া ও তার সহযোগীরা মামলা তুলে নিতে নানা ধরনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ওই গৃহবধূ।
তালা সদরের শিবপুর গ্রামের সুবল চন্দ্র পালের মেয়ে তপতী পাল ওরফে সোমাইয়া আক্তার জানান, প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে বগুড়ার সোনাতলা থানার মুলবাড়ি গ্রামের আফজাল সরকারের ছেলে মো. আসিব মিয়াকে বিয়ে করেন। সাত বছরের দাম্পত্য জীবনে তাদের সিনহা সরকার (৫) নামে এক পুত্রসন্তান রয়েছে।
সোমাইয়া আক্তার বলেন, বিয়ের পর থেকেই পারিবারিক কলহ ও আর্থিক সংকটের কারণে তিনি ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। কিন্তু এরই মধ্যে স্বামী আসিব মিয়া নিয়মিত গালিগালাজ ও হুমকি দিতে থাকে। গত ১৫ আগস্ট ঢাকার টুঙ্গী এলাকায় পারিবারিক আলোচনার নামে ডেকে এনে আসিব মিয়া ও তার সহযোগীরা জোরপূর্বক তাকে ও তার শিশুকে অপহরণের চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে নিরাপত্তার জন্য তিনি সন্তানসহ বাবার বাড়ি তালায় ফিরে আসেন। পরবর্তীতে গত ৩ অক্টোবর তালা সরকারি কলেজের পেছনে একইভাবে আবারও তাকে ও তার শিশুকে অপহরণের চেষ্টা করে আসিব মিয়াসহ ৫-৬ জন। স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা উদ্ধার পান।
এ ঘটনায় সোমাইয়া আক্তার আদালতে মামলা দায়ের করেন। তবে মামলার পর থেকে আসিব মিয়া ও তার লোকজন প্রতিনিয়ত মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা এবং নানা হুমকি প্রদান করে চলেছেন বলে অভিযোগ করেছেন তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন