পাবনার ভাঙ্গুড়ায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল ও অষ্টমনিষা হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ে দুদকের অর্থায়নে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক আয়োজনে স্টোর দুটির উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিকুজ্জামান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু। এদিন বেলা সাড়ে ১০টায় অষ্টমনিষা হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ে এবং দুপুর ১টায় মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলে এই স্টোর উন্মুক্ত করা হয়। এ সময় হাসিনা-মোমিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মলয় কুমার দেব এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন