কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন হাওরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধে বিশেষ অভিযানের বিপুল পরিমাণের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের চকবাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ২১ বস্তা কারেন্ট জাল জব্দ ও দুই প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাসব্যাপী সারা দেশে মা ইলিশ নিধন রোধে ভৈরবের নদীগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন হাওরে বা জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মা মাছ ও রেণু পোনা নিধন বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন