ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

উচ্ছেদ অভিযান

পূর্বাচল (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০১:৪৬ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় সড়ক দখল করে অবৈধভাবে বসানো দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬ জন অবৈধ দোকানদারকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। অভিযান সূত্রে জানা যায়, মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী ফুটপাত ও রাস্তার অংশ দখল করে ভাসমান দোকান ও বাজার বসিয়ে আসছিল। এতে যান চলাচলে মারাত্মক বিঘœ সৃষ্টি হচ্ছিল এবং প্রতিনিয়ত ঘটছিল দুর্ঘটনা ও যানজট। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক একটি ব্যস্ততম জাতীয় সড়ক। এই রুট দিয়ে ১২টি জেলার মানুষ যাতায়াত করে। অথচ কিছু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে সড়ক দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে রেখেছে। এতে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছিল, যা মোটেও গ্রহণযোগ্য নয়।