নভেম্বরে গণভোট আয়োজন ও গণ-আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা শহরের শিববাড়ী মোড়ে এই সমাবেশে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত গাজীপুর-২ আসনের এমপি প্রার্থী জননেতা মো. হোসেন আলী।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ আজ পরিবর্তনের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আমরা গণতন্ত্র, ন্যায় ও ন্যায্যতার নতুন যাত্রায় অঙ্গীকারবদ্ধ। নভেম্বরে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট আদায়ই হবে মুক্ত ও সুষ্ঠু নির্বাচনের সূচনা বিন্দু। তিনি আরও বলেন, ‘এই আন্দোলন কোনো দলের নয়, এটি জনগণের আন্দোলন-ন্যায়বিচার, সমতা ও প্রকৃত প্রতিনিধিত্বের লড়াই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী জননেতা খাইরুল হাসান। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ কেবল একটি দলিল নয়, এটি হচ্ছে মুক্তচিন্তা, জবাবদিহি ও জনগণের অধিকার ফিরিয়ে আনার ঘোষণা।

