ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

গ্রামীণ ঐতিহ্যের ঝাঁপান খেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০১:৫৫ এএম

চুয়াডাঙ্গায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় খেলা ঝাঁপান। গতকাল শনিবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হ্যাপী। এ ছাড়া ঝাঁপান খেলা আয়োজক কমিটির সদস্য সেলিম, মারুফ, সুরুজ, সুমন, শাহিন, শরিফুল, ইমদাদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই খেলায় বিভিন্ন এলাকার প্রতিযোগীরা অংশ নেন। খেলা উপভোগ করতে ভিড় করেন শত শত দর্শক। উৎসবমুখর এ আয়োজন গ্রামীণ ঐতিহ্যকে আবারও নতুন করে স্মরণ করিয়ে দেয়।