ঢাকা রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

ফ্রি মেডিকেল ক্যাম্প

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫, ০২:১১ এএম

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন, পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার দক্ষিণ নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম। মেডিকেল ক্যাম্পের পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক বিভিন্ন রোগের বিনা মূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি ফ্রি ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং ফ্রিতে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।