নানা আয়োজনে বিশ্ব স্ট্রোক দিবস উদযাপন করেছে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। ‘স্ট্রোক প্রতিরোধে সময়মতো চিকিৎসা ও পুনর্বাসন’ এই প্রতিপাদ্যে দিবসটিতে স্ট্রোক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা।
গতকাল বুধবার সকালে হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে মৃত্যুর অন্যতম কারণ স্ট্রোক। অনেকেই এই রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করেন, যা মূলত সচেতনতার অভাব থেকেই তৈরি হয়। প্রাথমিক উপসর্গ সম্পর্কে ধারণা ও সময়মতো চিকিৎসা নিলে অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খান, ডা. আমিনুর রহমান (আজাদ), ডা. মোহাম্মদ নাজিম উদ্দিন, কনসালট্যান্ট ডা. সোমেন চৌধুরী এবং এটেন্ডিং কনসালট্যান্ট ডা. মো. নাসির উদ্দিন। এ ছাড়া হাসপাতালের সিওও সামীর সিংসহ সিনিয়র কনসালট্যান্ট, নার্স, স্টাফ ও রোগীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে হাসপাতাল প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।

