নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ পরিবারকে ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন। চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, বিআরটিএ নরসিংদী সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমীন, মোটরযান পরিদর্শক মো. রাসেল আহমেদ, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মো. মিনহাজ উদ্দীন আহমেদসহ অন্য কর্মকর্তারা।
নিহতদের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিভাগে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করা হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রত্যেক নিহত ব্যক্তির জন্য ৫ লাখ টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। বিআরটিএ সূত্রে জানা যায়, দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণসহ নির্ধারিত ফরমে আবেদন করলে ট্রাস্টি বোর্ড আবেদন যাচাই-বাছাই করে অর্থ সহযোগিতা মঞ্জুর করে।

