শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


যশোর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০১:৩১ এএম

‘টাকার বিনিময়ে পরীক্ষায় প্রক্সি দিতেন খোকন’

যশোর প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০১:৩১ এএম

‘টাকার বিনিময়ে পরীক্ষায়  প্রক্সি দিতেন খোকন’

**** গ্রেপ্তারের পর জালিয়াতি ফাঁস

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিসিসি) পাসপোর্টে জালিয়াতি করে দক্ষতা যাচাইয়ে পরীক্ষায় প্রক্সি (অন্যের পরীক্ষা) দিতে এসে খোকন (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পরীক্ষার কেন্দ্র থেকে আরও এক প্রতারক দৌড়ে পালিয়ে যায়। পরে জানা যায়, টাকার বিনিময় পরীক্ষায় প্রক্সি দেওয়া যেন খোকনের পেশা। খোকন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার বায়েজিদ বালুছড়া এলাকার বাছা মিয়ার ছেলে।

জানা গেছে, টিটিসিতে বিদেশ গমনেচ্ছু ব্যক্তিরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সংশ্লিষ্ট কাজের ওপর দক্ষতা যাচাই সংক্রান্তে পরীক্ষা দিয়ে থাকেন। পরীক্ষা দেওয়ার জন্য তাদের পাসপোর্ট সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক। গত বুধবার যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই কেন্দ্রের ২০৬ নম্বর রুমে দায়িত্ব পালন করছিলেন সিনিয়র ইন্সট্রাক্টর (ইলেকট্রিক্যাল) রতন দেবনাথ।

সকাল সাড়ে ১০টার দিকে পরীক্ষা চালাকালে তিনি একজন পরীক্ষার্থীর পাসপোর্ট যাচাই করার সময় অমিল দেখতে পান। পাসপোর্টের ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজেলার বিগগান এলাকার হারুন জমাদ্দারের ছেলে। পাসপোর্টের একটি স্থানে ছোট ছবিতে বয়স্ক এক ব্যক্তি এবং অপর স্থানের বড় ছবিতে এক যুবকের চেহারা দেখা যায়। ছোট ছবির ব্যক্তিই প্রকৃত পাসপোর্টধারী। আর বড় ছবির যুবক নকল। আসল ছবির ওপরে কৌশলে অন্য যুবকের ছবি বসিয়ে দেওয়া হয়েছে। এ সময় পরীক্ষা দিতে আসা যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দুই হাজার টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসেছেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার খোকন নিজের অপরাধ স্বীকার করে জানান, টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির হয়ে দক্ষতা পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষায় প্রক্সি দেওয়া বাবদ ২ থেকে ৩ হাজার করে টাকা নেন। বিগত দিনে তিনি পরীক্ষায় প্রক্সি দিয়েছেন।

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইফ্ফাত মাহমুদ জানান, এ ঘটনায় কেন্দ্রের ইন্সট্রাক্টর তরিকুল ইসলাম কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। কোন অন্যায়কে ছাড় দেওয়া হবে না। 

এদিকে, দৌড়ে পালানো ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার কাঁচপুর সোনপুর এলাকার আব্দুল হালিমের ছেলে ওসমান গনির পাসপোর্ট দেখিয়ে পরীক্ষা দিতে এসেছিলেন। পুলিশ দুটি পাসপোর্টই জব্দ করেছে।

জানতে চাইলে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, প্রক্সির ঘটনায় ইন্সট্রাক্টর তরিকুল ইসলাম মামলা করেছেন। সেই মামলায় খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!