নোয়াখালীর সোনাইমুড়ীতে মিনি স্টেডিয়ামের নির্মাণকাজে অনিয়মের অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সোমবার দুপুরে অভিযান পরিচালনা করেছে। দুদকের নোয়াখালী কার্যালয়ের উপসহকারী পরিচালক জাহেদ আলম ও ইন্সপেক্টর মো. ইদ্রিসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে ৭ কোটি টাকা ব্যয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে সোনাইমুড়ী উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু করে মেসার্স সাব্বির এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
নির্মাণকাজে নি¤œমানের ইট-বালু ব্যবহার, স্ল্যাব ও সিঁড়ির দৈর্ঘ্য-প্রস্থ কম রাখা এবং অন্য বিভিন্ন অনিয়মের তথ্য পাওয়ায় দুদক এ অভিযান পরিচালনা করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুই ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামটির বিভিন্ন অংশ পরিদর্শন করা হয়। পরিদর্শনের সময় নিশ্চিত হয় যে, নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর মান নি¤œমানের এবং অন্যান্য অনিয়মও ঘটেছে।
তবে অভিযান চলাকালীন ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক মোস্তাফিজুর রহমান বা তার কোনো সহকারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
দুদকের ইন্সপেক্টর মো. ইদ্রিস বলেন, ‘মিনি স্টেডিয়ামটির নির্মাণকাজে ব্যাপক অনিয়মের সত্যতা পাওয়া গেছে। আমরা সমস্ত তথ্য লিপিবদ্ধ করেছি। প্রধান কার্যালয়ে পাঠানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

