ঢাকা মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫

শিশু ধর্ষণের অভিযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৫, ০৪:০০ এএম

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মাত্র ১৮ মাস বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছর বয়সি এক কিশোরের বিরুদ্ধে। ঘটনার সময় শিশুটি বাড়ির সামনে খেলছিল। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষ¥ীটারী ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা অভিযোগ করেন, ঘটনার সময় তিনি ও তার স্ত্রী ঘরের কাজে ব্যস্ত ছিলেন। তখন প্রতিবেশী বাবু মিয়ার ছেলে সোয়ান মিয়া (১৪) গান শোনানোর কথা বলে শিশুটিকে কোলে করে নিজের ঘরে নিয়ে যায়। পরে শিশুটির দাদি কান্নার শব্দ শুনে খুঁজতে গিয়ে দেখে সোয়ান মিয়া শিশুটিকে বলাৎকার করছে। পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং শিশুটিকে প্রথমে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। শিশুটির বাবা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।