ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

অটোচালকের মরদেহ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০১:৩৪ এএম

বগুড়ার শাজাহানপুরে মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামের এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন তুঁত বাগানের ধার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোফাজ্জল হোসেন শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টার দিকে মোফাজ্জল অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বুধবার সকালে এলাকাবাসী রাস্তার পাশে তুঁত বাগানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।