ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

বিনা মূল্যে চিকিৎসাসেবা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০১:৩৪ এএম

টাঙ্গাইলের সখীপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সখীপুর সরকারি কলেজ ছাত্রাবাস প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন ধরনের রোগীদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান ও ওষুধ সরবরাহ করা হয়। সেনাবাহিনীর ৯৮ কম্পোজিট ব্রিগেডের ব্যবস্থাপনা এবং ২৪ ইস্ট বেঙ্গলের পরিচালনায় এতে অন্তত শতাধিক রোগীকে চিকিৎসাসেবা, বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়।  মানবিক এই উদ্যোগের মাধ্যমে গরিব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়। একই সঙ্গে দেওয়া হয় বিনা মূল্যে ওষুধ।  সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে এবং স্থানীয়রা মনে করছেন, এ ধরনের চিকিৎসাসেবা কার্যক্রম নিয়মিত হলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা প্রাপ্তি সহজ হবে।