ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫

বেহাল সড়কে লক্ষাধিক মানুষের দুর্ভোগ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৫, ০১:৪৬ এএম

*** কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা

বগুড়ার সারিয়াকান্দি কড়িতলা-বগুড়া সড়কের বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন দুই উপজেলার লক্ষাধিক মানুষ। উপজেলার কড়িতলা সড়কের জোরগাছা সেতুর পশ্চিম দিক থেকে কড়িতলা বাজার পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। ফলে সড়কটি এখন প্রায় যানবাহন চলাচলের অনুপযোগী, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

স্থানীয়রা জানান, কোথাও কোথাও সড়কের দুই পাশ ভেঙে গিয়ে সংকুচিত হয়ে পড়েছে। এ সড়কের ওপর বাঙালি নদীর জোরগাছা সেতুটির অবস্থাও অত্যন্ত নাজুক। সেতুর পশ্চিম পাশের কার্পেটিং ও মাটি বৃষ্টির পানিতে ধসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। সেতুর উপরিভাগেও কার্পেটিং উঠে অসংখ্য ছোট-বড় গর্ত তৈরি হয়েছে, ফলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

এই সড়ক দিয়ে প্রতিদিন গাবতলি, সারিয়াকান্দি, ধনুট, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার হাজারো মানুষ চলাচল করেন। বৃষ্টি হলে গর্তগুলোতে পানি জমে সড়কটি কাদা-পানিতে পরিণত হয়, ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে ওঠে।

জোরগাছা গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম বলেন, ‘এই রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশায় চলা একেবারেই কষ্টকর। বড় বড় ট্রাক ও ট্রাক্টর চলাচলের কারণে রাস্তাটি আরও খারাপ হয়ে গেছে। অনেকদিন ধরেই এমন অবস্থা, কিন্তু মেরামতের কোনো উদ্যোগ নেই। আমরা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি।’

ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম সিপন বলেন, ‘আমার ইউনিয়নসহ পুরো সারিয়াকান্দি উপজেলার মানুষের প্রধান সমস্যা এই রাস্তা। আমি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। সড়কটির সংস্কার এখন এলাকাবাসীর সবচেয়ে বড় দাবি।’

এ বিষয়ে সারিয়াকান্দি উপজেলা প্রকৌশলী তুহিন সরকার বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছিল, তবে সেটি অনুমোদন পায়নি। সারিয়াকান্দি থেকে নয়টি সড়ক সংস্কারের প্রস্তাব পাঠানো হয়, এর মধ্যে চারটি অনুমোদিত হয়েছে, কিন্তু কড়িতলা-বগুড়া সড়কটি তাতে নেই। আমরা পুনরায় প্রস্তাব পাঠানোর উদ্যোগ নিচ্ছি।’