বগুড়ার দুপচাঁচিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে গম, সরিষা, চীনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, ডালজাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি অফিস হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ৩ হাজার ৪৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পৃথক পৃথকভাবে বিনা মূল্যে গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ সাইফুল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম। এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারিন তাসনিম নিলয়সহ অন্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন