ময়মনসিংহের নান্দাইলে শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় উপজেলা বন বিভাগের সহযোগিতায় নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে গাছ রোপণের কোনো বিকল্প নেই। আমাদের প্রত্যেকের উচিত প্রতিবছর কমপক্ষে দুটি করে চারা রোপণ করা। গাছ আমাদের দেয় অতি মূল্যবান অক্সিজেন ও গাছ গ্রহণ করে আমাদের থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড, গাছ রোপণ করে গাছের প্রতি যতœবান হতে হবে। কর্মসূচির উদ্বোধন করেন মো. শামছ-ই-তাবরীজ রায়হান। এ সময় উপস্থিত ছিলেনÑ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র শিক্ষক মোহাম্মদ শামছুল হক, মো. হাবিবুল্লাহ, ক্রীড়া শিক্ষক মুজিবুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন