চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি শিফাতুল মাজদার। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার রাজানগর ইউনিয়নের মধ্য ঘাগড়াকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ মধ্য ঘাগড়া গ্রামের আজিজুল হক ওরফে জলক্ক্যার স্ত্রী নাছিমা বেগম (৪০), আজিজুল হকের দুই ছেলে মো. নিজাম উদ্দিন ওরফে সোর্স নিজাম (২৯) ও ইরফানুর রহমান আরমান (২০) এবং রাঙ্গামাটির কাউখালী উপজেলার হাতিমারা গ্রামের মৃত. মো. আবদুল্লাহ মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন রাসেল (২২)।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন