নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিভিএসজেড সংস্থার উদ্যোগে অসহায় দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বিভিএসজেড রূপগঞ্জ শাখার আহ্বায়ক আবু তাহের মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্থাটির মার্কেটিং ম্যানেজার ইমাম হোসেন, সজিব সরকার, ইন্টার্ন সহকারী ফারুক হাসান ভূইয়া, সদস্য মুঞ্জর মিয়া, জাকির হোসেনসহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেন, বিভিএসজেড একটি আমেরিকান মার্কেটিং সংস্থা। এ সংস্থার মূল লক্ষ হচ্ছে দারিদ্র্য ও বেকারত্ব সমস্যা দূর করে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। তারই ধারাবাহিকতায় আজ (গতকাল) রূপগঞ্জ শাখার উদ্যোগে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

