ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

টাকা দিয়েও বরাদ্দের চাল পাননি প্রতিবন্ধি নারী

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৫:১৬ এএম

পটুয়াখালীর দুমকীতে ৪ হাজার টাকা দিয়ে মাসিক ৩০ কেজি খাদ্য সহায়তার ভিডব্লিউবি (ভিজিএফ) কার্ড তৈরি হলেও এক প্রতিবন্ধি নারী বরাদ্দের চাল থেকে বঞ্চিত হয়েছেন। ঘটনা উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হতদরিদ্র নুরুল ইসলামের স্ত্রী প্রতিবন্ধী হাসি বেগমের জন্য চলতি বছরের মার্চ মাসে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান ৪ হাজার টাকা নিয়ে একটি ভিজিএফ কার্ড তৈরি করেন। পরে বিষয়টি এলাকায় প্রকাশ্যে আসলে কার্ডের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার দপ্তর থেকে কার্ডের মাধ্যমে চাল বিতরণ স্থগিত করা হয়।

শনিবার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ভিজিএফ কার্ডধারীদের মাঝে চাল বিতরণের সময় হাসি বেগম তার কার্ড নিয়ে উপস্থিত হলেও উপজেলা প্রশাসনের আপত্তিতে বরাদ্দের চাল পাননি। তিনি অভিযোগ করেন, ‘পারভীন নামের এক নারী চেয়ারম্যানের মাধ্যমে টাকা নিয়ে কার্ডটি তৈরি করেছিলেন, কিন্তু চাল তুলতে গেলে আমাকে বঞ্চিত করা হয়েছে।’

অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান বলেন, ‘পরিবারটি অতিদরিদ্র ও প্রতিবন্ধি হওয়ায় মানবিক কারণে কার্ডটি দেওয়া হয়েছে। টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা।’

স্থানীয়রা জানান, মুরাদিয়া ইউনিয়নে ভিজিএফ কার্ড বিতরণে দীর্ঘদিন ধরেই অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। তারা প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন।