ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহে বাসে আগুন, সিটে ঘুমানো চালক পুড়ে অঙ্গার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০৯:৫৩ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা অবস্থায় চালক জুলহাস মিয়া পুড়ে অঙ্গার হয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। নিহত জুলহাস ওই এলাকার বাসিন্দা। তার বয়স আনুমানিক ৩৫ বছর।

ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান রূপালী বাংলাদেশকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল বলেন, ভোররাত সোয়া ৩টার দিকে খবর আসে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর বাসটিতে তল্লাশি চালিয়ে সিটে থাকা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কীভাবে আগুন লেগেছে তা পুলিশ তদন্ত করছে।

ওসি মো. রুকনুজ্জামান বলেন, কিছু দুর্বৃত্ত এ ঘটনা ঘটাতে পারে। মানুষটি এমনভাবে পুড়েছে, তাকে চেনা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি বাসের সিটে ঘুমাচ্ছিলেন। সে বাসের চালক। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।