চট্টগ্রামের আনোয়ারা প্রিমিয়াম মেটারনিটি হাসপাতাল। উপজেলার কালাবিবি দীঘির মোড়ে অবস্থিত অনুমোদনবিহীনভাবে চিকিৎসাসেবা দিয়ে আসা প্রতিষ্ঠানে চলছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা।
হাসপাতালটিতে ২৪ ঘণ্টা রোগ নির্ণয়ের পাশাপাশি নরমাল ডেলিভারি এবং মাতৃত্বকালীন সেবা দেওয়ার কথা বলা হলেও বাস্তবে ওই হাসপাতালের পার্কিংয়ের সামনেই ডেলিভারি হওয়ার অবিশ্বাস্য চিত্র ধরা পড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়া কোনো হাসপাতাল পরিচালনা করা আইনত অপরাধ হলেও আনোয়ারা প্রিমিয়াম মেটারনিটি হাসপাতালটি দীর্ঘদিন ধরে এসব নিয়মের তোয়াক্কা না করে নানা অনিয়ম-প্রতারণা করে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে ডাক্তার ছাড়া ডেলিভারি ও সার্জারি করা হয়। রোগী ভর্তি করিয়ে অল্প সময় পর বলা হয় রোগীর অবস্থা খারাপ, দ্রুত চট্টগ্রাম মেডিকেলে নিতে হবেÍ এইভাবে রোগীর স্বজনদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়। এমন অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাসপাতালের কার্যক্রম সঠিকভাবে তদন্ত হওয়া জরুরি বলে মনে করছেন তারা।
গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম খানকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, ‘আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী এই হাসপাতালের অভিভাবক। আপনারা স্যারের সঙ্গে কথা বলেন।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘প্রাইভেট হাসপাতালের অভিভাবক আমি কেন হতে যাব? আমি ইতিমধ্যে বিষয়টি ইউএনও মহোদয়কে জানিয়েছি এবং অভিযানের ব্যাপারে আলোচনা করব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, স্বাস্থ্য কর্মকর্তা আমাকে হাসপাতালটির বিষয়ে অবহিত করেছেন। অনিয়মের বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন