শিক্ষার্থী ঝরে পড়া রোধে টাঙ্গাইলের গোপালপুরের সুতি পটলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিনি শিশু পার্ক’ নির্মাণ করা হয়েছে। ‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে’ প্রতিপাদ্যে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন ওই শিশু পার্ক (প্লে গ্রাউন্ড) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ইউএনও মো. তুহিন হোসেন বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়Ñ এটি শিশুদের মানসিক বিকাশ, দলগত চেতনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে খেলার পরিবেশ থাকলে শিশুরা নিয়মিত স্কুলে আসতে আগ্রহী হবে, ফলে ঝরে পড়ার হার অনেকটাই কমে যাবে। প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বয়স উপযোগী দোলনা, স্লাইড, দড়ি লাফ, ব্যালান্স বোর্ডসহ বিভিন্ন খেলার সামগ্রী বসানো হবে। এতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শিক্ষাগ্রহণের সুযোগ পাবে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, পড়াশোনার বাইরে ফাঁকা মাঠে দৌড়-ঝাঁপ করা আমাদের কাজ। স্কুলের শিশু পার্কে এখন স্লিপার, ব্যালেন্সার ও বাসকেটবলসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী পেয়েছি। এখন আমরা টিফিন পিরিয়ডে ও স্কুলে এসেই বিভিন্ন খেলায় অংশ নিতে পারব। খেলার সামগ্রী পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক জান্নাতুল নাহার জলি বলেন, প্রশাসনের পক্ষে খেলাধুলার সরঞ্জাম দেওয়ায় শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে বিদ্যালয়ে সময় কাটাতে পারবে। খেলার সুযোগ থাকায় নিয়মিত স্কুলে আসতে উৎসাহিত হবে তারা। এতে শিক্ষার্থীদের ঝরে পড়া কমবে।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অভিভাবকরা বলেন, অনেক শিশুই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলত। প্লে-গ্রাউন্ড স্থাপনের ফলে তাদের বিদ্যালয়মুখী হওয়ার আগ্রহ বেড়ে যাবে। তা ছাড়া সন্তানরা এখন শুধু বই নয়, খেলাধুলার মাধ্যমে মন খুলে শেখার সুযোগ পাচ্ছেÑ এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, অতিরিক্ত তদন্ত কর্মকতা মো. মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. মফিজুর রহমান, পিআইও মো. আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি নাজমা পারভিন প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন