জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) আন্তঃবিভাগ (ছাত্র) ও আন্তঃঅনুষদ (ছাত্রী) মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এনভাইরনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(ইএসই) এবং পপুলেশন সায়েন্স বিভাগের ছাত্রদের মাঝে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। গতকাল রোবববার বেলা ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রক্টর ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ড. মো. মাহবুবুর রহমান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন