৭ বছর বয়সি নুশরাত জাহান। হাসি-খুশিতে ভরা শৈশবের সময়টিতে নেমেছে কঠিন বাস্তবতা। বন্ধুদের সঙ্গে খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর সময় নুশরাত ব্লাড ক্যানসারের মতো মরণব্যাধির শিকার হয়ে হাসপাতালের বিছানায় সীমাবদ্ধ।
নুশরাত পাবনার ভাঙ্গুড়া উপজেলার আদাবাড়ীয়া পূর্বপাড়া গ্রামের আশরাফ আলীর মেয়ে ও পূর্ব আদাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। কয়েক মাস ধরে শারীরিক অবস্থার অবনতি হলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিএমটি ও হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুজ্জামানের কাছে নেওয়া হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা নিশ্চিত করেছেন, নুশরাত ব্লাড ক্যানসারে আক্রান্ত। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আন্তঃবিভাগে চিকিৎসাধীন।
কান্নাজড়িত কণ্ঠে নুশরাতের কৃষক বাবা আশরাফ আলী জানান, মেয়ের চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন, যা তার পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছেন। পূর্ব আদাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল-আমিন হোসাইন রূপালী বাংলাদেশকে বলেন, ‘নুশরাতের বাবা অত্যন্ত দরিদ্র। প্রতিদিন তার মেয়ের জন্য প্রায় ১০ হাজার টাকার ইনজেকশন দিতে হচ্ছে। কিছু অর্থ সংগ্রহ করা গেলেও তা যথেষ্ট নয়। নুশরাতের জীবন বাঁচাতে সবার সহায়তা ও দোয়া প্রয়োজন।’

