ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:২৫ এএম

সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার ভোররাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, মাদকবিরোধী জিরো টলারেন্সনীতির অংশ হিসেবে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, জকিগঞ্জ উপজেলার সরিষাকুড়ি এলাকা দিয়ে বড় একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর মানিকপুর বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহলদল রাত সাড়ে ১২টার দিকে সেখানে অবস্থান নেয়। রাত আনুমানিক দেড়টার দিকে টহলদলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন চোরাকারবারি একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ১৯ হাজার ১০০ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৭ লাখ ৩০ হাজার টাকা।