নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে বিএনপি-ঘোষিত মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ কাজী মফিজুর রহমানের সমর্থকেরা। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে সেনবাগ উপজেলা পরিষদের সামনে অবস্থিত বিএনপির কার্যালয় থেকে সেনবাগ পৌর বিএনপির সাবেক সদস্যসচিব ও সেনবাগ পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুলের নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এই মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা থেকে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মোড়, সেনবাগ প্রেসক্লাবের মোড় হয়ে দক্ষিণ বাজার সিনিয়র মাদ্রাসা পর্যন্ত যায়। এরপর এটি সেনবাগ থানার মোড় হয়ে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতির কারণে মশাল মিছিলের আগে ও পরে সেনবাগ-সোনাইমুড়ি প্রধান সড়কের বিএনপি কার্যালয়ের সামনে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল।

