চট্টগ্রামের আনোয়ারায় নকল ও নি¤œমানের পণ্য বিক্রি রোধে ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বটতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গতকাল বুধবার ইউএনও ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাজারের বেশ কয়েকটি দোকানে তদারক করা হয়।
অভিযান চলাকালে দুটি দোকানে নকল ইলেকট্রিক ক্যাবল বিক্রির প্রমাণ মেলে। এতে ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুটি পৃথক মামলায় দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা অর্থদ- করা হয়।
ইউএনও তাহমিনা আক্তার বলেন, নকল ইলেকট্রিক পণ্য মানুষের জীবন ও সম্পদের ঝুঁকি তৈরি করে। তাই এ ধরনের পণ্য বিক্রিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া নিরাপদ বাজারব্যবস্থা নিশ্চিতে বাজার তদারকি অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন