মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান দোকানে উঠে গেলে ইলিয়াস সরদার (৪০) নামে এক দোকানদার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। গতকাল বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইলিয়াস নয়াকান্দি বাজিতপুর গ্রামের মন্নাত সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল অভিমুখে যাওয়া কাভার্ডভ্যানটি গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে সমাদ্দার ব্রিজের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে যায়। এ সময় দ্রুত গতির কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ইলিয়াস সরদারের দোকানে সজোরে ধাক্কা মেরে তার ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই দোকানদার ইলিয়াস নিহত হয়। একই সঙ্গে নিহত ইলিয়াসের মেয়ে লাবনী (১২) এবং দোকানে উপস্থিত থাকা ক্রেতা শওকত সরদার (৩৫) আহত হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন