চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারি উন্নয়ন সংস্থা এসেডোর মুক্তি-২ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রশিক্ষিত উদ্যোক্তাদের মাঝে স্বাবলম্বী উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় নাচোল ইউপির বাঘরাইল বাজারে অনুষ্ঠিত অনুষ্ঠানটি ট্রডক্র্যাফ্ট এক্সচেঞ্জের আর্থিক সহযোগিতায় আয়োজন করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম মুক্তি সেলুন উদ্বোধন করেন এবং ১২৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনÑ রবিউল আলম, সঞ্চালনা করেন সংস্থার অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাপক আজাহার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দ এবং সংস্থার গণসাক্ষরতা প্রকল্পের সভাপতি জতিন হেমরোম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন