টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় রোহিঙ্গা ক্যাম্প-সংলগ্ন নুরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় অপহরণ করেছে পাহাড়ি অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীরা। অপহৃত নুরুল ইসলাম (৫০) ওই এলাকার শামশু আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ২০ নভেম্বর রাত ৯টার দিকে একদল ভারী অস্ত্রধারী সন্ত্রাসী হঠাৎ নুরুল ইসলামের বাড়িতে হানা দেয়। দরজা বন্ধ পেয়ে তারা প্রথমে বাড়িতে গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে। এরপর বাড়ির চাল ভেঙে ভেতরে প্রবেশ করে দরজা ভেঙে নুরুল ইসলামকে টেনে-হিঁচড়ে পাহাড়ের দিকে নিয়ে যায়।
অপহৃতের ছেলে কামাল হোসেন জানান, রাত ৯টার দিকে হঠাৎ একদল সন্ত্রাসী তাদের বাড়িতে প্রবেশ করে। প্রথমে তারা দরজা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হলে চাল ভেঙে ঘরে ঢোকে এবং পরে জোরপূর্বক দরজা ভেঙে তার বাবাকে ধরে নিয়ে যায়। সন্ত্রাসীদের হাতে ছিল ভারী অস্ত্র। ঘটনাস্থল থেকে যে গুলির খোসা উদ্ধার করা হয়েছে, তা সম্ভবত বিদেশে তৈরি অস্ত্রের।
কামাল হোসেন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নিয়ে তার বাবাকে অস্ত্রধারী সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করা হোক। এ ছাড়া সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
স্থানীয়রা জানান, সন্ত্রাসীরা শুধু অপহরণই নয়, বাড়ির সদস্যদের ওপর নির্মম মারধর চালায় এবং ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। হামলার সময় গুলিবর্ষণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপহৃত ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি এলাকার নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি।
টেকনাফ ১৬ এপিবিএনের আওতাধীন লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক শফিকুল ইসলাম রাজু জানান, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে পৌঁছান। সেখানে অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে প্রায় ৬১ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্প-সংলগ্ন পাহাড়ে কয়েকটি অস্ত্রধারী ডাকাত দলের গ্রুপ রয়েছে, তারাই তাকে অপহরণ করেছে।
তাকে উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্পে আধিপত্যের বিস্তারকে কেন্দ্র করে যাতে সন্ত্রাসী গ্রুপ অস্থিরতা তৈরি করতে না পারে, সে বিষয়ে সদস্যরা সজাগ রয়েছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন