রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নলকা ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদের বদলিজনিত বিদায় এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামীমা সুলতানার যোগদান উপলক্ষে বিদায়-বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নলকা ক্লাস্টার প্রাথমিক শিক্ষকদের আয়োজনে দাদপুর সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। ওই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলাল হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্যে আবেগাপ্লুত হন শিক্ষকগণ এবং সদ্য যোগদানকৃত কর্মকর্তা শামীমা সুলতানাকে সাধুবাদ জানিয়ে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন