মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৫৩ এএম

বাইসাইকেল কিকে চোখ ধাঁধানো গোল রোনালদোর

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০৭:৫৩ এএম

বাইসাইকেল কিকে চোখ  ধাঁধানো গোল রোনালদোর

সৌদি প্রো লিগে আল খালেজের বিপক্ষে ম্যাচে দেখা গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বাইসাইকেল কিকে অবিশ^াস্য গোলের দৃশ্য। ম্যাচের যোগ করা সময়ের খেলা চলছিল তখন। ৩-১ গোলে এগিয়ে থাকা আল নাসরের জয় পাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। এমন সময় ম্যাচের ৯৬ মিনিটে আক্রমণে ওঠে আল নাসর। দলীয় আক্রমণে ডান প্রান্তে বক্সের বাইরে বল পান বদলিতে নামা নাওয়াফ বাওশাল। বক্সে থাকা রোনালদোকে উদ্দেশ করে বল বাড়ান তিনি। উল্টো দিকে ফিরে রোনালদো তখন বাইসাইকেল কিকের প্রস্তুতিটা যেন নিয়েই রেখেছিলেন। টাইমিংটাও ছিল দারুণ। চেষ্টা করেও রোনালদোর শট ঠেকাতে পারেননি খালেজ গোলরক্ষক আন্থনি মারেজ। গোল করেই সতীর্থদের সঙ্গে রোনালদো ভাসেন উদযাপনের আনন্দে।

ফুটবলে বাইসাইকেল কিকে গোল করা নৈমিত্তিক কোনো ঘটনা নয়। এই দৃশ্য সাধারণত দেখা যায় না। কিছুদিন বিরতি দিয়েই এই গোল করে কেউ কেউ আলোচনায় আসেন। কদিন আগে যেমন নেপালের বিপক্ষে বাইসাইকেল কিকে গোল করে আলোচনায় এসেছিলেন বাংলাদেশের হামজা চৌধুরী। কিন্তু অন্যদের জন্য বাইসাইকেল গোল বিরল হলেও ৪০ পেরোনো এক ফুটবলারের জন্য এটি মোটেও কঠিন কিছু নয়। সেই ফুটবলারের নাম যে রোনালদো, সেটি বোধ হয় আলাদা করে বললেও হয়। আরো একবার সবাইকে বিস্মিত করে বাইসাইকেল কিকে গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। যে বয়সে ফুটবল ছেড়ে বেশির ভাগ খেলোয়াড় অবসর-যাপন করেন, রোনালদো সেই বয়সে শরীরকে শূন্যে তুলে পিঠ মাটির দিকে রেখে আকস্মিক লাফিয়ে কাঁচির ফলার মতো পা বাড়িয়ে শট নিয়ে গোল করছেন।

ম্যাচ শেষে বাই সাইকেল কিকেরট গোলের ভিডিও নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রোনালদো। তবে ক্যাপশন নিজে না দিয়ে ভক্তদেরকেই দিতে বললেন। লিখেছেন, ‘বেস্ট ক্যাপশন উইনস’Ñ অর্থাৎ ‘সেরা ক্যাপশনদাতাই জিতবে।’ রোনালদোর ডাকে সাড়া দিয়ে অনেকেই নিজেদের মতো করে ক্যাপশন দিয়েছেন। রোনালদোর বাইসাইকেল কিকে করা গোলের রাতে আল নাসর পেয়েছে সৌদি লিগে ৯ ম্যাচে নবম জয়। এই জয়ের পর শীর্ষে থাকা আল নাসরের পয়েন্ট ২৭। সমান ম্যাচে ২ নম্বরে থাকা আল হিলালের পয়েন্ট ২৩। রোনালদোর আল নাসর পরের ম্যাচ খেলবে এএফসি কাপে।

 

রূপালী বাংলাদেশ

Link copied!