ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও আলিম পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানে এক ব্যতিক্রমী সংবর্ধনা ও ক্যারিয়ার কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার মঈন ফিরোজী ও মিসেস সাবরিনা সামাদ ফিরোজীর উদ্যোগে গতকাল সোমবার সকালে রাজাপুরের তালুকদারবাড়ি মসজিদসংলগ্ন বাইপাস মোড়ে ব্যারিস্টার মঈন ফিরোজীর স্থানীয় কার্যালয়ে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সংবর্ধনায় রাজাপুর ও কাঠালিয়া উপজেলার ১৭টি কলেজ ও মাদ্রাসা থেকে ১৫৮ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। সংবর্ধনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বিশেষ কাউন্সেলিং সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন মেধাবী শিক্ষার্থী। তারা ভর্তি প্রস্তুতি, বিভাগ নির্বাচন, বিশ্ববিদ্যালয় জীবন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা প্রদান করেন। সেশন পরিচালনায় ছিলেন রাশেদ কামাল আনিক, মো. শাকিল, মো. শাহ সুফি ওয়াছি মিয়া, কাজী মাহমুদুল হাসান, মো. সমুদ্দুল হাসান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন