নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, বন্দর ও ফতুল্লায় পৃথকভাবে অভিযান চালিয়ে সাড়ে ২৫ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ ছয় মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। গত রোববার রাতে জেলার সিদ্ধিরগঞ্জের মাক্কিনগর, বন্দরের মদনপুর ও ফতুল্লার ইসদাইর এলাকায় মাদকবিরোধী এসব অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেপ্তার করে র্যাব। অভিযানে ফতুল্লার ইসদাইর (৪ তলা) এলাকার হায়দার আলীর ছেলে মো. রাকিব, বদির উদ্দিনের ছেলে মো. মতিন, ঈসমাইলের ছেলে মো. নাসির, মো. শান্তর কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা, ২০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার, চারটি ছুরিসহ আটক করা হয়। অন্যদিকে, বন্দরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ ভোলার তজুমুদ্দিনের উত্তর চাছাড়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে শফিককে আটক করা হয়। এ ছাড়া সিদ্ধিরগঞ্জের মাক্কিনগর এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মৃত আনসার আলীর ছেলে কনু মিয়াকে আটক করা হয়। গতকাল সোমবার দুপুরে র্যাব-১১ সিপিএসসি-আদমজীনগরের কোম্পানি কমান্ডার লে. মো. নাঈম উল হক (বিসিজিএম) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন