ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:২৩ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের বৈদ্যপুর গ্রামে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে হাটবাকইল-নিজামপুর সড়কের বৈদ্যপুর গ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রুবেল (২৫) তানোর  উপজেলার হায়দার আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। ওসি বলেন, নিহত রুবেল (২৫) তানোর উপজেলার, চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। পথিমধ্যে বৈদ্যপুর নামক এলাকায় নিজামপুর থেকে আসা একটি স্টারিং গাড়ির  সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর জখম হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত  নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি আরও বলেন, স্থানীয়রা দুর্ঘটনাকবলিত স্টারিং গাড়িটি জব্দ করেছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে যাবতীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।