ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

অবৈধ স্থাপনা উচ্ছেদে গড়ে উঠল শিশু পার্ক

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:২৯ এএম

বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে দুপচাঁচিয়া উপজেলা সিও অফিস বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদকৃত জায়গায় শিশু পার্ক নির্মাণ ও সৌন্দর্যবর্ধন কাজ সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহরুখ খানের উদ্যোগে গড়ে ওঠা এ পার্ক ইতোমধ্যে এলাকাবাসীর আনন্দের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর নবনির্মিত পার্কটি ঘিরে এলাকায় বইছে উৎসবের আমেজ।

সরেজমিনে দেখা যায়, পার্কে বসানো হয়েছে সারি সারি বসার স্থান, শিশুদের জন্য দোলনা, ছলছলি ও অন্যান্য খেলাধুলার সরঞ্জাম। চারদিকে রঙিন আলোয় করা হয়েছে আলোকসজ্জা। ভোর থেকে রাত পর্যন্ত পার্কটি সরব হয়ে ওঠে শিশুদের কোলাহলে, সঙ্গে থাকেন অভিভাবকরাও।

অভিভাবক মাকসুদার রহমান রানা বলেন, ‘এ এলাকায় শিশুদের জন্য কোনো বিনোদন কেন্দ্র ছিল না। পার্কটি হওয়ায় আমরা খুবই আনন্দিত। বাচ্চাদের সময় কাটানোর একটি সুন্দর জায়গা হয়েছে এটি।’

শিক্ষার্থী জান্নাতুল মুক্তাদির সাবা জানায়, ‘প্রতিদিন পার্কে এসে বন্ধুদের সঙ্গে খেলি, গল্প করি, খুব মজা লাগে।’

স্থানীয়রা জানান, শুধু শিশুদের বিনোদন নয়, এলাকাবাসীর জন্যও এটি হয়েছে স্বস্তির জায়গা। পথচলা ও বিশ্রামের জন্য তৈরি হয়েছে মনোমুগ্ধকর পরিবেশ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে পার্কটিতে আরও খেলার সরঞ্জাম ও আলোকসজ্জা বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাতে এটি দুপচাঁচিয়ার অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহরুখ খান বলেন, ‘হাসপাতাল গেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে একটি নিরাপদ শিশু পার্ক ও সৌন্দর্যম-িত স্থান তৈরির পরিকল্পনা করি। এলাকাবাসীর সহযোগিতায় তা বাস্তবে রূপ দিতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘এ পার্ক শুধু প্রশাসনের নয়, পুরো উপজেলাবাসীর সম্পদ। সবাই মিলে যতœ নিলে এটি দীর্ঘদিন সুন্দর থাকবে।’