ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫

মশাল মিছিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:৩১ এএম

মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন ধানের শীষের মনোনয়ন পাওয়ার পর শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দলীয় মহাসচিবের এই ঘোষণার পর থেকেই গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহর উত্তপ্ত হয়ে ওঠে। বিকেল থেকেই শুরু হয় বিক্ষোভ, পরে রূপ নেয় মশাল মিছিলে। মিছিল থেকে রতনের মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়। দলীয় প্রার্থী ঘোষণার পরও মহিউদ্দিন অনুসারীরা প্রকাশ্য রাজপথে নেমে আসেন। তারা কেন্দ্রীয় সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে রতনের প্রার্থিতা বাতিলের দাবি করেন। মনোনয়ন প্রত্যাহারের দাবিতে তারা একাধিক স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় রাত বাড়ার সঙ্গে সঙ্গে। বিক্ষোভকারীরা একটি কাকতাড়ুয়া তৈরি করে তাতে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি এবং নিচে মুন্সীগঞ্জ-৩ আসনের দলীয় প্রার্থী কামরুজ্জামান রতনের ছবি সংযুক্ত করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রদর্শন করেন। পরবর্তীতে সেটিতে আগুন দেওয়া হয়। রাজনৈতিক মহলে এটি দেখানো হচ্ছে দলীয় শৃঙ্খলার সম্পূর্ণ ব্যত্যয় হিসেবে। এদিকে মশাল মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা রতনকে মুন্সীগঞ্জ শহরে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন। তারা দাবি করেন, তৃণমূলের মতামতকে উপেক্ষা করে কেন্দ্র মনোনয়ন দিয়েছে, তাই এ প্রার্থী শহরবাসী কখনো মেনে নেবে না।